
ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে বাড়িতে কলেজ ছাত্রীর অনশন করার খবরে কর্মস্থলেই পাঁচতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিক।
অনশনের ঘটনাটি ঘটেছে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামে। আত্মহত্যার ঘটনাটি ঘটেছে ভোলা জেলার মনপুরা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন অফিসে।
প্রেমিক বিকাশ চন্দ ওই মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের চৌটাইল গ্রামের এক কলেজছাত্রীর সাথে প্রায় ৩ বছর আগে থেকে উপজেলা বেরশ গ্রামের রামানন্দ চন্দ্রের ছেলে বিকাশ চন্দ্রর প্রেমের সম্পর্ক তৈরি হয়। এরপর তারা বিভিন্ন স্থানে বেড়াতে যান এবং সময় কাটান। সম্প্রতি প্রেমিকা জানতে পারেন বিকাশ চন্দ্র অন্য কোথাও বিয়ের প্রস্ততি নিচ্ছেন।
খবর পেয়ে প্রেমিকা বিয়ের দাবি নিয়ে গত ১৭ আগস্ট প্রেমিকের বাড়ি বেরশ গ্রামে অনশন করেন। এতে বিকাশের বাড়ির লোকজন বাড়িতে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। কিন্তু প্রেমিকা বাড়ির সামনেই বসে থাকে। পরে অনশনকারী প্রেমিকা বিকাশদের ঘরে ওঠেন। এভাবে কয়েকদিন পার হলেও বিকাশ বিয়ের জন্য কর্মস্থল মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে বাড়িতে আসেনি। কিন্তু তিনি মানসিক অশান্তিতে ভুগতে থাকেন।
পরে গতকাল সোমবার (২৬ আগস্ট) মনপুরা সরকারি ভবনের পাঁচতলা থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেন মনপুরা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক।
বিবার্তা/শরিফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]