রাজবাড়ীতে শিক্ষার্থীদের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলা
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ১৯:৪২
রাজবাড়ীতে শিক্ষার্থীদের মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে উৎস সরকার নামে এক শিক্ষার্থী রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন। উৎস সরকার রাজাবড়ী সদর উপজেলার বাবলু সরকারের ছেলে।


রবিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানায় মামলাটি রেকর্ড হয়েছে। ২৬ আগস্ট, সোমবার বিকালে সদর থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখারুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করেন।


মামলায় রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীবকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি শাহিন শেখ, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক সৌরভ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সাইফুর ইসলাম সোহাগসহ ৪৪ জনকে আসামী করা হয়েছে।


মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ আগস্ট (রবিবার) বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর টিএন্ডটি পাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জমায়েত থাকে। সেখান থেকে শিক্ষার্থীসহ জনতার শান্তিপূর্ণ মিছিলে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এতে শিক্ষার্থীরা আহত হয়।


মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, আমি ছুটিতে আছি। মামলার বিষয়য়ে আমি কিছু জানি না।


রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান বলেন, মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলাটি দ্রুত তদন্ত করে রাজবাড়ী সদর থানার অফিসার উপ পরিদর্শক মো. নজরুল ইসলাম বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করবেন।


বিবার্তা/মিঠুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com