
নরসিংদীর পলাশে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরিবহন (ট্রান্সপোর্ট) ব্যবসায়ী আবু বকর সিদ্দিকের ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
২৪ আগস্ট, শনিবার বেলা ২ টার দিকে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ ঘোড়াশাল-পলাশ সার কারখানার গেইটের সামনে রায়হান ট্রেডার্স নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের আলমারির লকার ভেঙে প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়েছে বলে দাবি ভুক্তভোগী ব্যবসায়ী আবু বকর সিদ্দিক মিয়ার। তিনি বলেন, দুপুরে আমি নামাজ পড়তে চলে যাই। এসময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে শুধু কর্মচারীরা ছিল। তখন হঠাৎ করেই ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে আলমারির লকার ভেঙে প্রায় ২৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, যেহেতু আজকে শনিবার তাই আমার প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ ক্যাশ টাকা ছিল। হিসেব করলে লুট হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলেও ধারণা এই ভুক্তভোগীর। ঘটনার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, পরিবহন ওই ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর টাকা লুট করে নিয়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। খবর পাওয়ামাত্রই দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
তবে এই ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/কামরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]