
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ মোহাম্মদ হাসান (৩০) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। নিহত ব্যক্তি যাত্রাবাড়ী একটি আড়ৎতের কর্মচারী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
২৩ আগস্ট, শুক্রবার দিবাগত রাত বারোটার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হাসান মারা যান।
নিহতের বাবা কবির জানান, আমার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়ৎতে কাজ করতো, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী মোড়ে গুলিবিদ্ধ হয় আমার ছেলে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত বারোটার দিকে মৃত্যু বরণ করেন।
তিনি আরো বলেন, আমাদের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। বর্তমানে পরিবার নিয়ে যাত্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেো। সে দুই সন্তানের জনক ছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]