
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় আসলাম ভূঁইয়া (৫৫) নামে এক হাজতি কারাবন্দিকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৩ আগস্ট, শুক্রবার সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত হাজতিকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী জামান মিয়া জানান, আজ সকালের দিকে কেন্দ্রীয় কারাগারে হাজতি আসলাম অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসি। এখানে আসার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হাজতি কোন মামলায় কারাবন্দি ছিলেন তা আমাদের জানা নাই, তবে তার হাজতি নাম্বার ১৯৬/ এ। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোরতহাল প্রতিবেদন তৈরি করবে পুলিশ। পরে ময়নাতদন্ত সম্পূর্ণ হলে মরেদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]