
কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
২০ আগস্ট, মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় চট্টগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকার জিইসি মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া উইং সূত্রে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে নিশ্চিত হতে উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য শাহীন আক্তার চৌধুরী ও তাঁর ছেলে শাওন আরমানের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে মেসেজ করেও মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র জানায়, আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি কে র্যাব-৭ কক্সবাজার নিয়ে যাবেন। সেখান থেকে র্যাব-১৫ সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো বিষয়টি নিশ্চিত করবেন।
বিবার্তা/জাহেদ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]