
সাংবিধানিক অধিকার আদায়ের সংগ্রামে নিহত ছাত্র-জনতার শহীদদের রক্ত ও আন্দোলনের ফসল নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে শোভাযাত্রা করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলার লামা উপাজেলা শাখার নেতাকর্মীরা।
১৭ আগস্ট, শনিবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মুজিবুর রহমানের নেতৃত্বে ‘আমার পাহাড়, আমার জীবন’-‘দেশ প্রেম, সম্প্রীতি, উন্নয়ন’- এ স্লোগানকে প্রতিপাদ্য করে এক শোভাযাত্রা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউস মিলনায়তনে এক আলোচনায় মিলিত হয়।
সেখানে পার্বত্য নাগরিক পরিষদের লামা উপজেলা শাখা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) আবদুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক এম রুহুল আমিন, বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, রুমা উপজেলা সভাপতি জসিম উদ্দিন, লামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বিশেষ অতিথি ছিলেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব মাহমুদ ও শ্রমিক নেতা আবদুল ওহাব।
সমাবেশের পর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন. পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
বিবার্তা/আরমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]