
মোংলায় আজ সোমবার (১২ আগস্ট) থেকে পুরোদমে শুরু হয়েছে থানা পুলিশের কার্যক্রম।
বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান জানান, আজ থেকে আমরা সকল (৯টি) থানায় সব ধরণের কার্যক্রম শুরু করেছি। এর আগে গত কয়েকদিন ধরে চলছিল আংশিক কার্যক্রম। তখন শুধু সাধারণ ডায়েরী গ্রহণের কাজ চলমান ছিল। কিন্তু এখন থেকে যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডসহ সকল সেবামূলক কার্যক্রম চলবে।
তিনি পুলিশের কার্যক্রমে সকলকে সহায়তা প্রদাণের আহবান জানান। এছাড়া পুলিশের স্বাভাবিক কার্যক্রমকে সহায়তায় কাজ শুরু করেছে নৌবাহিনী। নৌবাহিনী ও পুলিশ মাঠে নামায় ভীতি কাটতে শুরু করেছে মানুষের মাঝে।
এদিকে এর আগে গত কয়েকদিন ধরে পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় অনেকটা নিরাপত্তাহীনতায় ছিলেন সাধারন লোকজন। বিশেষ করে গত ৫আগস্ট থেকে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলে মানুষের মাঝে আতংক বিরাজ করে আসছিল। আজ থেকে পুলিশ মাঠে নামায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। পুলিশের কাজে সহায়তায় মাঠে রয়েছেন নৌবাহিনীও।
বিবার্তা/জাহিদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]