
আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিজয় উল্লাসে মেতে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিজয় মিছিলসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে রাজপথ দখল করে বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলগুলো।
এই সুযোগেই পৌর শহর সহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে চলছে নিরব চাঁদাবাজি। জোরপূর্বক ব্যবসায়ীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অর্থ।
টাকা না দিলে দোকান বন্ধ ও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। লুটপাট করা হচ্ছে বাঁওড়ের মাছ সহ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর উপজেলার বিভিন্ন জায়গায় নীরব চাঁদাবাজি শুরু হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ও সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শহরের একটি গ্রুপ ও গ্রাম অঞ্চলের কিছু অসাধু লোকজন ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই চাঁদাবাজির সঙ্গে জড়িত বলে জানায় ব্যবসায়ীরা। ভয়ে তারা মুখ খুলতে সাহস পাচ্ছেন না। নাম বললে তাদেরকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।
কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, শহরে ১০-১২ জনের একটি গ্রুপ চাঁদাবাজি করেছে। রাত হলেই তারা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে টাকা নিয়ে আসছে। পাড়া মহল্লায় গিয়ে হুমকি ধামকি দিচ্ছে। দোকান বন্ধ থাকলে ফোন করা হচ্ছে। তাদের চাহিদা মত টাকা দিতে হচ্ছে। দিতে অস্বীকৃতি জানালে মারধর ও আগুন দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
বর্তমান এই পরিস্থিতিতে সাধারণ ব্যবসায়ীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধীক ব্যক্তি বলেন, ৫ তারিখের পর থেকে তারা বিভিন্ন ভাবে হয়রানির শিকার হচ্ছেন। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা হলে তারা জানান, যারা চাঁদাবাজি, লুটপাট করছে তারা কোনো দলের লোক না।তৃতীয় একটা পক্ষ। যখন যারা ক্ষমতায় থাকে তখন তাদের লোক। গিরগিটির মত রং পাল্টে রাতারাতি তাদের হয়ে যায়, তারাই এই অরাজকতা চালাচ্ছে। তবে যদি কেউ প্রমাণ দিতে পারে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং দল থেকে বহিষ্কার করা হবে বলে জানান।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল-মামুনের সঙ্গে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।
বিবার্তা/রায়হান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]