চুয়াডাঙ্গার সব থানায় ডিউটিতে ফিরতে শুরু করেছে পুলিশ
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১১:২৯
চুয়াডাঙ্গার সব থানায় ডিউটিতে ফিরতে শুরু করেছে পুলিশ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় ডিউটিতে ফিরেছে পুলিশ বাহিনীর সদস্যরা। ৯ আগস্ট, শুক্রবার বিকেল থেকে জেলার পাঁচতি থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করতে শুরু করেছেন।


বিষয়টি নিশ্চিত করেছেন জেলার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান (পিপিএম- সেবা)। এর আগে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা। নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনীর সদস্যরা।


এ সময় তারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সরকারের কাছে নানান দাবি তুলে ধরেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দিবেন না বলেও ঘোষণা দেন। এছাড়াও তাদের দাবির জন্য বিক্ষোভ সমাবেশ করেন পুলিশ সদস্যরা।


পরে শুক্রবার থেকে চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা থানা, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা ও জীবন নগর থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা যোগ দেন।


এদিকে জেলায় পুলিশ শূন্য থাকায় নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকার বাসিন্দা ও বাজারের ব্যাবসায়ীরা। গেল ৫ আগস্ট জেলা জুড়ে হামলা-ভাংচুর পরবর্তী চুরি-ছিনতাই অতঙ্কে নির্ঘুম রাত কাটছে অনেকের।


তবে তাঁরা পুলিশের আশায় বসে না থেকে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করছেন। এলাকাভিত্তিক টহল টিম করে পাহারার কাজটি করছেন ব্যাবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।


লাঠি হাতে সারারাত রাস্তায় পাহারায় দিতে নেমে পড়েছেন নিজেরাই। জেলার দর্শনা বাজারে লাঠিসোঁটা নিয়ে প্রতি রাতেই এলাকায় টহল দিতে দেখা যাচ্ছে সকলের। ডাকাতির বিষয়ে বাসিন্দাদের সতর্ক করতে মসজিদ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।


দর্শনা পৌর এলাকার ব্যাবসায়ী নূর আলম বলেন, গত ৫ আগস্ট থেকে পুলিশ শূন্য থাকায় আমরা চরম অনিরাপত্তার মধ্যে পড়ে যায়। ব্যবসায়ীরা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার পাহারার ব্যবস্থা করেছি।


জানতে চাইলে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বলেন, শুক্রবার থেকে জেলার পাঁচ থানায় কর্মরত পুলিশ বাহিনীর সদস্য কর্মস্থলে যোগ দিতে শুরু করেছেন। আমরা থানার বেসিক যে কাজ সেগুলো শুরু করেছি।


তিনি বলেন, পুলিশ লাইন্সে যারা আছেন তারা মূলত পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনার দিকে তাকিয়ে আছে। আমরা আংশিক ভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজ শুরু করেছি। আজ যেমন সকল থানা থেকে পেট্রলিঙয়ে বেরিয়েছে। সব ম্যান পাওয়ার যদি এক্টিভেট না হয় তাহলে ফুল ফ্লেজে কাজ শুরু করা যাচ্ছে না।


শহরে পুলিশের কার্যক্রম না থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, পুলিশ সদস্যরা কাজে ফিরতে পজিটিভ মনোভাব দেখাচ্ছেন। আশা করি দুই একদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত থাকবে।


বিবার্তা/আসিম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com