
কোটাবিরোধী আন্দোলনকে ঘিরে রাজশাহীতে সহিংসতার ঘটনায় আটক পাঁচএএইচসি শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (৩ আগস্ট) আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম জামিন আবেদন মঞ্জুর করেন।
জামিনপ্রাপ্তরা হলেন- আহনাফ আকিব অরণ্য, মো. রাব্বি ও রাকিবুর রহমান। এর মধ্যে অরণ্য ও রাব্বি রাজশাহী মহানগরীর মতিহার থানায় দায়েরকৃত মামলার আসামি। এছাড়া রাকিবুর রহমান বোয়ালিয়া থানায় দায়েরকৃত মামলার আসামি। শনিবার দুপুরে নিজেদের আইনজীবীর মাধ্যমে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর আদালতে (সিএমএম) জামিন আবেদন জানানো হয়। জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালতের বিচারক শফিউল আলম তা মঞ্জুর করেন।
এদিকে রাজশাহী জেলা কোর্ট পুলিশ পরিদর্শক আমান উল্লাহ জানান, রাজশাহী জেলা জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। শুনানি শেষে আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।
আদালতে জামিনপ্রাপ্ত এ দুই শিক্ষার্থী হলেন- ইমরান ফরহাদ ও সৌরভ আলী। এর মধ্যে ইমরান রাজশাহীর গোদাগাড়ী থানার একটি মামলার আসামি। আর সৌরভ পুঠিয়া থানায় দায়েরকৃত মামলার আসামি। আদালত জামিন আদেশ হওয়ার পর স্বজনেরা এ শিক্ষার্থীদের মুক্তির জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা করছিলেন। আজই তাদের জামিনে মুক্ত হওয়ার কথা রয়েছে।
বিবার্তা/মোস্তাফিজুর/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]