
নড়াইলের কালিয়া উপজেলার পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠছে।
বুধবার (৩১ জুলাই) সকালে তাকে কালিয়া উপজেলার বাকা গ্রামের বুলুর দোকানের সামনে থেকে অপহরণ করা হয়। চার দিন অতিবাহিত হলে ও পুলিশ অপহরণ স্কুলছাত্রীকে উদ্ধার করতে পারেনি ।
মামলার বিবরণে জানা যায়, কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের প্রবাসী কেশর আলী শেখের একমাত্র কন্যা। সে উপজেলার পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
একই গ্রামের স্কুল শিক্ষক কাজী মামুনের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বুধবার সকাল ৬টার দিকে বুলুর দোকানের সামনে পৌঁছালে দেবীপুর গ্রামের লিমন শেখ ও হৃদয় শেখ তাকে অপহরণ করে উপজেলার নড়াগাতী থানার বড়দিয়ার দিকে মোটরসাইকেল যোগে নিয়ে যায়।
শিক্ষার্থীর মা তাহেরা বেগম বাদী হয়ে বুধবার (৩১ জুলাই) রাতে ৩ জন কে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]