
শরীয়তপুরের গোসাইরহাটে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে মা-মেয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, ঢাকার ধোলাইখাল এলাকার শাজাহান বেপারীর স্ত্রী সাহানা বেগম (৪৫) ও তার মেয়ে জলি আক্তার (২৮)।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ।
২ আগস্ট, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া এ ঘটনায় নিখোঁজ রয়েছেন শাহাজান বেপারীর দুই ছেলে শান্ত (২৬) ও শাওন (১৮) এবং ভুলু বেপারীর ছেলে হৃদয় (২৪)।
এ বিষয়ে গোসাইরহাট উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুল হাকিম খান বলেন, ‘আমরা খবর পেয়ে মাদারীপুর থেকে দুজন ডুবুরি এনে উদ্ধার কাজ শুরু করি। এখনও নিখোঁজ কারো সন্ধান পাওয়া যায়নি। নদীর অতিরিক্ত স্রোত ও বৃষ্টির কারণে উদ্ধার কাজে কিছুটা সমস্যা হচ্ছে। নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ অব্যাহত রাখা হবে।’
এ বিষয়ে ওসি পুষ্পেন দেবনাথ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া ৮ জনের মধ্যে ২ জন জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ারসার্ভিস ও পুলিশ সদস্যরা।’
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]