
''ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'' এই প্রতিপাদ্যে আগামীকাল থেকে গোপালগঞ্জে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪।
৩০ জুলাই, মঙ্গলবার দিবসটির প্রথম দিনে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় গোপালগঞ্জে মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া ২য় দিন ৩১ জুলাই, বুধবার সকাল ১০ টায় গোপালগঞ্জ হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, ব্যানার ফেস্টুন সহযোগে সড়ক র্যালি, আলোচনা সভা এবং সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।
৩য় দিন ১ আগস্ট, বৃহস্পতিবার সকল অংশীজনের অংশগ্রহণে কাজুলিয়া, গোপালগঞ্জের সদর উপজেলার কাজুলিয়ায় মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৪র্থ দিন ২ আগস্ট, শুক্রবার সকাল ১১ টায় জেলার সকল উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুন পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ‘‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রধান উৎস হিসেবে মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
৫ম দিন ৩ আগস্ট, শনিবার গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে সকাল ১০ টায় মৎস্য বিষয়ে কুইজ প্রতিযোগিতা এবং দুপুর ১২ টায় উপজেলার গুরুত্বপূর্ণ এলাকায় পুকুর/জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুণ পরীক্ষা এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হবে।
৬ষ্ঠ দিন ৪ আগস্ট, রবিবার সকাল ১১ টায় গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে সুফলভোগীদের প্রশিক্ষণ ও মাছচাষের উপকরণ বিতরণ করা হবে।
৭ম দিন ৫ আগস্ট, সোমবার বিকাল ৩ টায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান গোপালগঞ্জ মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
বিবার্তা/সঞ্জয়/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]