টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১৯:৩২
টাঙ্গাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখীপুরে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় রনি আহম্মেদ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


২৮ জুলাই, রবিবার সকালে সখীপুর-গোপিনপুর সড়কের দেবলচালা আলতার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত রনি কাকড়াজান ইউনিয়নের ছোটচওনা এলাকার আ. লতিফ মিয়ার ছেলে। সে বড়চওনা কুতুবপুর কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিল।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রনি সখীপুর থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথে আলতার মোড় এলাকায় এলে সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, কাভার্ডভ্যানটি জব্দসহ ঘাতক চালককে আটক করে থানায় আনা হয়েছে।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com