নড়াইলে নার্সারিতে ভাগ্য বদল উজ্জ্বলের
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ১৯:১৭
নড়াইলে নার্সারিতে ভাগ্য বদল উজ্জ্বলের
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নার্সারির ব্যবসা করে ভাগ্য বদল হয়েছে নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির ঈশানগাতী গ্রামের তারা মিয়া শেখের ছেলে উজ্জ্বল শেখ। সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত মুখ তিনি। একসময়ে অর্থকষ্টের মধ্য দিয়ে জীবন-যাপন করলেও এখন স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে সচ্ছলভাবে দিন যাচ্ছে তার।


২০০৯ সালে উজ্জ্বল শেখের বয়স তখন ২৫ থেকে ২৬ বছর। ঐ সময় বাড়ির পাশের জমিতে গাছ লাগানোর জন্য স্থানীয় লোহাগড়া হাটে যান কিছু ফলদ ও বনজ গাছ কেনার জন্য। ৫০টি চারা দরদাম করার পর বিক্রেতা সবগুলো চারাগাছ তাকে অল্প দামে দিয়ে যান। উজ্জ্বল শেখ সেই চারা এক হাজার টাকায় বিক্রি করার পরও বাকি চারা বাড়িতে এনে রোপণ করেন। এরপর থেকে কিছু দিন অন্যের কাছ থেকে চারা গাছ কিনে এনে বিক্রি করতে থাকেন। আর ফাঁকে ফাঁকে জেনে নেন নার্সারি করার নিয়ম-কানুন। তিনি নিজ গ্রাম ঈশানগাতীতে এক একর জমিতে প্রথম শুরু করেন নার্সারি ব্যবসা।


এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি এখন ৩টা নার্সারির মালিক। ১৪ বছর ধরে নিজের হাতে চারা তৈরি করে সরবরাহ করছেন লোহাগড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায়। নার্সারির মালিক উজ্জ্বল শেখ রবিবার (২৮জুলাই) সকালে মোবাইলে বলেন, প্রথম দিকে অনেক শ্রম দিতে হয়েছে নার্সারির পেছনে। অভিজ্ঞতার কারণে এখন আর খুব বেশি চিন্তা করতে হয় না। র্নার্সারির পরির্চযা করার জন্য ৩/৪ জন কর্মচারী রয়েছে। নার্সারিতে বীজের মাধ্যমে ও কলমের মাধ্যমে চারা উৎপাদিত হয়ে থাকে। প্রতি বছর প্রায় ২ লাখ চারা উৎপাদন করে বিক্রি করা হয়।


নার্সারিতে বর্তমানে রয়েছে আম, জাম, লিচু, জামরুল, আমড়া, পেয়ারা, জলপাই, কতবেল, আমলকী, লেবু, মাল্টা, বরই, কামরাঙ্গা, ডালিম ইত্যাদি ফলের চারা।এ ছাড়া ফুলের মধ্যে রয়েছে- গোলাপ, রজনীগন্ধা, বেলি, হাসনাহেনা, বকুল, শিউলি, গাঁদা, গন্ধরাজ, মোসেন্ডা, টগর, জুঁই, কচমু, সিলপিয়া ও ডালিয়া। বনজ গাছের মধ্যে রেইনট্রি, মেহগনি, আকাশমণি, চাম্মুল, নারকেল, সুপারি, লাম্মু ইত্যাদি। ওষুধি গাছ রয়েছে- নিম, হরতকী, বয়রা ও অর্জুন। চারাগুলোর এক একটির দাম ২৫ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। তবে বেশির ভাগ চারাই ২৫ থেকে ২০০ টাকার মধ্যে।


নার্সারির ব্যবসায় আয়-ব্যয়ের বিষয়ে জানতে চাইলে উজ্জ্বল শেখ আরোও বলেন, নার্সারি ব্যবসায় কোনো দিন পাঁচ হাজার আবার কোনো দিন তিন হাজার টাকা বিক্রি হয়। বিদ্যুৎ ,পানি বিল এবং অন্যান্য খরচ বাদে মাসে গড়ে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় হয়। তবে মৌসুমের সময় একটু বেশি আয় হবে।


লোহাগড়া উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা আক্তার বলেন,উজ্জ্বল শেখের নার্সারিতে উৎপাদিত চারার বেশ সুনাম রয়েছে। এ ধরনের উদ্যোক্তারা যেন ব্যবসায়ী হিসেবে টিকে থাকতে পারেন এবং দেশের বনায়নে ভূমিকা রাখতে পারেন সেজন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com