
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাইপবাহী ট্রাক চাপায় ব্যাটারি চালিত ভ্যান গাড়ির চালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন এক যাত্রী। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৮ জুলাই, রবিবার দুপুর পৌনে ২ টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের ঘিকমলা বাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের ভিটি গ্রামের ভ্যান চালক মো. হাসেম মন্ডল (৫০) ও তার মেয়ে হালিমা (৩০)। এ ঘটনায় আহত হয় একই এলাকার পিকুল শেখের স্ত্রী বিউটি আক্তার (৩০)।
ঘিকমলা বাজারে মুদী ব্যবসায়ী মো. সাহিদুল ইসলাম বলেন, হাসেম মন্ডল মেয়ে ও ভাস্তে বউকে নিয়ে নিজে ভ্যান চালিয়ে নারুয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে পাইপবাহী ট্রাক নারুয়ার দিক থেকে পাংশার দিকে যাচ্ছিল। ঘিকমলা বাজার মসজিদের সামনে আসলে ট্রাকটি ভ্যান চাপা দেয়। আমরা গিয়ে দেখি হালিমা মারা গেছে। তাদের কাছে থাকা ২ টি ব্যাগে সাড়ে ৩ লক্ষ টাকা ছিল। সেই টাকা পুলিশের কাছে আমরা দিয়ে দেই। শুনেছি হাসপাতালে নেওয়ার পথে ভ্যান চালক হাসেম মন্ডল মারা গেছে। তবে আর এক যাত্রী এখনো বেঁচে আছে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলমগীর হোসেন বলেন, পাইপবাহী ট্রাকের চাপায় ঘিকমলা বাজারে ভ্যানচালক ও তার মেয়ে মারা গেছে। অন্য আর এক যাত্রী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]