
রাজবাড়ীর পাংশা থেকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অজ্ঞাত (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
২৮ জুলাই, রবিবার সকাল ৭ টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকোল বাহাদুরপুর এলাকার থেকে মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাত ১২ থেকে সকাল ৬ টার মধ্যে কোন এক সময় ভবঘুরে অজ্ঞাত ব্যক্তি রামকোল বাহাদুরপুর এলাকার আরিফুল ইসলামের চাটায় তৈরির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্থানীয়রা থানায় খবর দিলে পাংশা মডেল থানার এসআই ওবায়দুর রহমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন,অজ্ঞাত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।সে বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘুরে বেড়াতো। সকাল ৯ টার দিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/মিঠুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]