
মোংলায় র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ আশিক মাহমুদ শাহিন (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (২৭ জুলাই) রাতে দিগরাজ পৌর মার্কেটের সামনে থেকে ওয়ানশুটার গানসহ আটক ওই যুবককে রাতেই থানা পুলিশে হস্তান্তর করে র্যাব।
আটককৃতকে ২৮ জুলাই (রবিবার) বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম র্যাবের উদ্ধৃতি দিয়ে জানান, শনিবার রাত ৯টার দিকে মোংলা বন্দরের শিল্প এলাকার দিগরাজ বাজার সংলগ্ন পৌর মার্কেটের সামনের বন্দর টু কাটাখালী সড়কে সন্ত্রাসী কার্যকলাপ সংগঠনের জন্য এক যুবক অবস্থান করেছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টা ২০মিনিটের সময় র্যাব-৬ এর সদস্যরা সেখানে অভিযান চালান।
অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে এক যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় আটককৃত যুবকের কাছ থেকে একটি বিদেশি (পাকিস্তানি) ওয়ানশুটার গান ও এক রাউন্ড তাজা গুলি জব্দ করেন অভিযানকারীরা।
পরে রাত সাড়ে ৯টার দিকে অস্ত্র-গুলিসহ আটক যুবককে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে র্যাব। এ ঘটনায় রাতেই র্যাব-৬ এর এসআই কামরুল হাসান থানায় মামলা দায়ের করেন।
আটক যুবক আশিক মাহমুদ শাহিন (২৮) মোংলা পোর্ট পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের শাহজালাল পাড়ার মো. শহিদুল ইসলামের ছেলে।
বিবার্তা/জাহিদ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]