
মানিকগঞ্জের সিংগাইরে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০০’শ গ্রাম হেরোইন ও এক হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৩ লক্ষ ৬০ হাজার টাকা।
২৭ জুলাই, শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা গোয়েদা শাখা ইনচার্জ আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হচ্ছেন-সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের চর-চান্দহর গ্রামের মো. কুরবান আলীর ছেলে মো. মুক্তার হোসেন (৪৭) ও চর চামটা গ্রামের মৃত আব্দুর রফিকের ছেলে মো. সুমন মিয়া (২৮) ।
এর আগে শুক্রবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার চান্দহর ইউনিয়নের চর চান্দহর পশ্চিম পাড়া জামে মসজিদের উত্তর পাশের কাঁচা রাস্তার ওপর থেকে তাদের গ্রেফতার করে ডিবি।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক টিম চান্দহর ইউনিয়নের চর-চান্দহর গ্রামে অভিযান চালিয়ে মুক্তার হোসেনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন ও ১হাজর পিস ইয়াবা এবং সুমন মিয়ার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম বলেন, এ সংক্রান্তে সিংগাইর থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/হাবিবুর/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]