
ঝিনাইদহের হরিণাকুণ্ডতে পুকুরে পানিতে গোসল করতে নেমে নিখোঁজ মাদরাসা ছাত্রের মরদেহ একদিন পর ভেসে উঠেছে।
২৭ জুলাই, শনিবার সকাল ৯টার দিকে উপজেলার শিতলী গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান।
সিয়াম জেলার কালীগঞ্জ উপজেলার পারখিদ্দাহ গ্রামের শামিম হোসেনের ছেলে। সে শিতলী বেগম রোকেয়া খাতুন নূরানী হাফেজিয়া মাদরাসার ছাত্র ছিল।
মাদরাসার সুপার মো. সাইফুল ইসলাম জানান, গত ২৬ জুলাই শুক্রবার দুপুরে সহপাঠীদের সঙ্গে মাদরাসার পাশে পুকুরে গোসল করতে নামে সিয়াম। অন্যরা গোসল শেষে প্রতিষ্ঠানে ফিরে এলেও সিয়াম ফেরেনি। বিকেল ৩টার দিকে পড়ানোর সময় তাকে না পেয়ে খোঁজ নিয়ে জানা যায়, সে গোসল করতে নেমে আর ফেরেনি। পরে ওই পুকুরে মাছ ধরার জাল ফেলেও তার খোঁজ মেলেনি। শনিবার সকালে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।
ওসি মো. জিয়াউর রহমান জানান, ওই মাদরাসার ছাত্র সাঁতার কাটতে জানত না বলে কর্তৃপক্ষ এবং তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]