চুয়াডাঙ্গায় সাপের ছোবলে নিহত ২, আহত ২
প্রকাশ : ২৫ জুলাই ২০২৪, ১৬:৫৩
চুয়াডাঙ্গায় সাপের ছোবলে নিহত ২, আহত ২
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গায় সাপের ছোবলে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাপের ছোবলে আহত হয়েছেন আরও দুইজন। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


২৫ জুলাই, বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।


নিহতরা হলেন- সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের জয়দেব পালের ছেলে দেবাশীষ (১২) ও সদর উপজেলার ভুলটিয়া গ্রামের বুলা মিয়ার ছেলে রাজন (১৬)।


এছাড়া আহতরা হলেন- কনিকা (১৭) ও ইভা (২১)।


স্থানীয় ও নিহতদের স্বজনরা জানান, দেবাশিষ ও রাজনকে সাপে ছোবল দিলে বৃহস্পতিবার সকালে পরিবারের লোকজন তাদের হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়।


এছাড়া সদর উপজেলার পীতম্বরপুর গ্রামের হাসান আলীর মেয়ে কনিকা ও ইভা (২১) নামে আরও এক নারী সাপের ছোবলে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, সাপের ছোবলে আহত রোগীকে হাসপাতালে নেওয়ার পরপরই ভ্যাকসিন দেওয়া হয়। তবে হাসপাতালে আনতে দেরি হলে মৃত্যুর শঙ্কা থেকেই যায়। তাই দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com