ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ২০:০৯
ব্রাহ্মণবাড়িয়ায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।


৯ জুলাই, মঙ্গলবার বঙ্গবন্ধু স্কয়ারে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপূর্তমন্ত্রী বলেন, এই পৃথিবীতে অক্সিজেনের সোর্স কমে গেলে বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। পৃথিবীতে বসবাসের উপযোগী করতে বৃক্ষ রোপণ অন্যতম হাতিয়ার।


তিনি আরও বলেন, নতুন বাড়ি করতে হলে বাড়ির ভেতরে যে অংশ ফাঁকা রাখতে হয় সেই অংশে গাছ লাগাতে হবে, অন্যথায় বাড়ি করার অনুমতি দেয়া হবেনা।


এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, কুমিল্লা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিএম মোহাম্মদ কবির।


উল্লেখ্য, ১০ দিনব্যাপী এই বৃক্ষমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।


বিবার্তা/নিয়ামুল/ইমি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com