
কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গা যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মোহাম্মদ ইসমাইল (৩৬) উখিয়ার আশ্রয় ক্যাম্প-২ ইস্টের ডি/১ ব্লকের বাদশা মিয়ার ছেলে।
৮ জুলাই, সোমবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্ট এর ডি/১ ব্লকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মোহাম্মদ ইসমাইল ক্যাম্পের পাশে কবরস্থান সংলগ্ন এলাকায় আড্ডা দিচ্ছিলেন। এসময় ৮-১০ জনের একটি দুর্বৃত্তদল ইসমাইলের পেটে, পিঠে ও গলায় ছুরিকাঘাত করে চলে যায়। তার চিৎকার শুনে কয়েকজন রোহিঙ্গা এগিয়ে এসে তাকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসাইন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/ইমি/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]