হত্যার হুমকি, ৪ শিক্ষকের বিরুদ্ধে সেন্ট স্কলাস্টিকাস স্কুলের অধ্যক্ষের জিডি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১৬:৩২
হত্যার হুমকি, ৪ শিক্ষকের বিরুদ্ধে সেন্ট স্কলাস্টিকাস স্কুলের অধ্যক্ষের জিডি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা (৪৬) কে হত্যার হুমকি দিয়েছে একই প্রতিষ্ঠানের চার শিক্ষক।


এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে হত্যার অভিযোগে ৪ শিক্ষককে অভিযুক্ত করে সাধারণ ডায়েরি (২৭১৩) করেছে এই অধ্যক্ষ। অভিযুক্ত চার শিক্ষক হলেন, শার্লিন সুবেরিত ইউজিন (৩৫), মাগ্রেট মনিকা জিন্ন্স (৪০), নীল রাসেল সোহার (৫০), বেবি চন্দ্র (৪০)।


সূত্র বলছে, সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযুক্ত শিক্ষকরা পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগ আনে । এই ঘটনায় পরে তদন্ত কমিটি হয়।


কমিটির তদন্তে এই দুই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি তদন্ত কমিটি। তদন্তে কমিটির ১৩ পৃষ্ঠার প্রতিবেদনে কলেজে অভিযুক্ত দুই শিক্ষকদের নানা ষড়যন্ত্রের তথ্য উপাত্ত ওঠে আসে।


এদিকে অধ্যক্ষের অভিযোগ সূত্রে জানা যায়, কিছুদিন ধরে সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর কিছু বিষয় নিয়ে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরোক্ত শিক্ষকরা তাদের উদ্দেশ্যে হাসিলের চেষ্টা করিতেছে মর্মে তথ্য পাওয়া যায়।


সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড কলেজ এর সামগ্রিক বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত রিপোর্ট তৈরি করা হয়। গত ৩০ জুন দুপুর সাড়ে ১২টার সময় ঘটিকার সময় সেন্ট স্কলাসটিকা গালর্স স্কুল এন্ড অফিসের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আলোচনাকালে অধ্যক্ষসহ কয়েকজন সিস্টারদের উপর উত্তেজিত হয়ে উঠে এবং এক পর্যায়ে ২৪ ঘণ্টার মধ্যে কমিটির রিপোর্ট বাতিল করাসহ তাকে হত্যার উদ্দেশ্যে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলে জানা যায়।


কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ওবায়েদুল হক বলেন, 'সেন্ট স্কলাস্টিকাস গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিল্পী সেলিন কস্তা নিজের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।'


বিবার্তা/জাহেদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com