কদমতলীতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ১৯:৪০
কদমতলীতে পারিবারিক কলহের জেরে বৃদ্ধের আত্মহত্যা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কদমতলীতে মুরাদপুর এলাকায় একটি বাসায় মোহাম্মদ চাঁন মিয়া (৬২) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছ বলে পারিবারের সদস্যরা জানান।


২৯ জুন, শনিবার দুপুর দুইটার দিকে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।


পরে স্বজনেরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার স্ত্রী স্বাধীন আক্তার জানান, কদমতলীর মুরাদপুরে আমাদের নিজেদের বাড়ি। আমার পাঁচ ছেলে মেয়ে নিয়ে এই বাসায় বসবাস করি। আমার স্বামী সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। তিনি অবসর নেওয়ার পর ১৫ বছর সৌদিআরবে ছিলেন। সেখান থেকে দুই বছর আগে দেশে ফিরে আসেন। এরমধ্যে মুরাদপুরে বাড়িও করেন। আবার কয়েকদিন ধরে ছেলেরা তার বাবাকে গ্রামের বাড়ি পটুয়াখালীর জমি বিক্রি করতে বলে। এ সকল বিষয় নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়। আজ দুপুরের দিকে সবার চোখের আড়ালে তার রুমে শাড়ি কাপড় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে আমারা দেখতে পেয়ে তাকে ঝুলন্ত অবস্থায় নামিয়ে ঢাকা মেডিক্যাল নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।


তিনি আরও বলেন, আমাদের নিজ বাসা কদমতলীর মুরাদপুর হাজী লাল মিয়া সরদার রোড।


ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কদমতলী থানাকে জানানো হয়েছে।


বিবার্তা/বুলবুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com