
রংপুর মেট্রোপলিটন হাজিরহাট থানা এলাকায় সাদ্দাম হোসেন (৩৩) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
২৭ জুন, বৃহস্পতিবার সকালে তার লাশ হাজিরহাট রনচন্ডি ধনিরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার তহির উদ্দিনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদ্দাম হোসেন পেশায় একজন কৃষক হলেও তিনি মাঝে মধ্যে অটোরিকশা ও ট্রাক চালাতেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে আনুমানিক ৫০০ গজ দূরে তার ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসি। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
হাজিরহাট থানার ওসি বলেন, নিহতের গলায়, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে কারা হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]