খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১৩:৫০
খানসামায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।


২৭ জুন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে র‍্যালি ও পরবর্তীতে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথিরা।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজউদ্দীন এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।


এর আগে অতিথিরা কৃষি মেলার স্টলগুলো ঘুরে দেখেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক,কৃষান- কৃষানি ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবা আক্তার জানান, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী এই কৃষি মেলা চলবে। এতে মোট ২৪টি স্টল প্রদর্শন করা হয়েছে। আগামী ১জুলাই পর্যন্ত এ মেলা চলবে।


বিবার্তা/জামান/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com