
পঞ্চগড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন, বুধবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ভজনপুর ডিগ্রি কলেজ দল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট দলকে দুই এক গোলে পরাজিত করে।
এসময় ভজনপুর ডিগ্রি কলেজে খেলোয়াড় আবু তালেব সেরা গোলদাতা ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট দলের খেলোয়াড় আরিফ হোসেন মুন্না সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল খেলায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার জাকির হোসেন, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইখুল ইসলাম, দুই কলেজের অধ্যক্ষসহ স্থানীয় ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ জুন, রবিবার বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম।
পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করেন। এই টুর্নামেন্টে জেলার ৯টি কলেজের ৯টি দল অংশগ্রহণ করেন।
বিবার্তা/বিপ্লব/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]