দিনাজপুরে বাসের ধাক্কায় মা নিহত, ছেলেসহ আহত ২
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ২০:০৬
দিনাজপুরে বাসের ধাক্কায় মা নিহত, ছেলেসহ আহত ২
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের চিরিরবন্দরে বাসের ধাক্কায় বিউটি বেগম (২৩) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার আড়াই বছরের শিশুপুত্রসহ দুজন আহত হয়েছে।


২৫ জুন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড়ে এ ঘটনা ঘটে।


নিহত বিউটি বেগম উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের খোচনা গ্রামের রবিউল ইসলাম ওরফে আপেলের স্ত্রী।


জানা গেছে, উপজেলার গ্রামীণ শহর রানীরবন্দর থেকে ব্যাটারিচালিত রিকশাভ্যানে বিউটি বেগম তার শিশুপুত্র রায়হান আলীকে সঙ্গে নিয়ে উপজেলার ক্যানেলের বাজারে বাবার বাড়ি যাচ্ছিলেন। পথে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মন্টুশাহর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস ওই রিকশাভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রিকশাভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।


এতে ঘটনাস্থলেই বিউটি বেগম মারা যান এবং শিশুপুত্র রায়হান আলীসহ রিকশাভ্যানচালক হাফিজুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।


দশমাইল হাইওয়ে থানার এসআই মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com