
দিনাজপুরের বিরলে সাপের কামড়ে আশা বেগম (১৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
২৫ জুন, মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার ১২নং রাজারামপুর ইউনিয়নের গড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আশা একই ইউনিয়নের সাব্বির হোসেনের স্ত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিজ বাড়ির গোয়াল ঘড়ের পরিত্যাক্ত মাটির হাড়িতে থাকা বিষাক্ত (গোখরা) সাপ আশার পায়ে কামড় দেয়। আশার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথিমধ্যেই আশার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মিলন চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]