চিলমারীতে খালে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
প্রকাশ : ২৪ জুন ২০২৪, ২১:৫১
চিলমারীতে খালে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে খালের পানিতে ডুবে নাইম (৭) নামে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি ওই এলাকার মোস্তা মিয়ার প্রথম সন্তান।


২৪ জুন, সোমবার সকালে উপজেলার রমনা ইউনিয়নের জোড়গাছ নতুন বাজার নালার পাড় গ্রামে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। এরপর ওই দিন খোঁজখুজির পর দুপুরে খালের পানি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


নিহত ওই শিশুর নাম নাইম (৭)। তিনি ওই এলাকার মোস্তা মিয়ার প্রথম সন্তান।


মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংরক্ষিত মহিলা সদস্য মোছা. খতেজা বেগম বলেন, ছেলেটা শারীরিকভাবে একটু শারীরিক প্রতিবন্ধী ছিল। সে সকাল থেকেই নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর নুরুজ্জামাল নামে এক ব্যক্তির বাড়ির পাশের খালে লাশ পান।


খোঁজ নিয়ে জানা গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ওই শিশুকে বাড়িতে দেখা মেলেনি। পরে পরিবারের সকলেই অনেক খোঁজখুজি করে। একপর্যায়ে সকলের মনে সন্দেহ হলে বাড়ির পাশের খালে নেমে খোঁজাখুঁজি করার পর ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।


বিবার্তা/রাফি/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com