
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহাবুব রহমান (৫২) নামে কৃষকদলের এক নেতার মৃত্যু হয়েছে।
নওদাবাস ইউনিয়ন চেয়ারম্যান একেএম ফজলুল হক এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
২৪ জুন, সোমবার দুপুরে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত মাহাবুব রহমান ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত মাহাবুব তার বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। সে সময় একটি তার ছিঁড়ে তার শরীরে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নওদাবাস ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিনুল ইসলাম দুলাল বলেন, ‘মাহাবুবকে সবাই অফিসার নামে চিনতো। খুব ভালো লোক ছিল। তার মৃত্যুর কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। আমার ওয়ার্ডের শেষ সীমানায় তার বাসা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]