গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় অধ্যাপকের মৃত্যু
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ২১:২১
গাইবান্ধায় মোটরসাইকেলের ধাক্কায় অধ্যাপকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় অধ্যাপক আবদুল কাদির (৬৯) মারা গেছেন।


২৩ জুন, রবিবার সকালে তার ছোট ভাই অ্যাডভোকেট কাসেম ইয়াসবীর এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, শনিবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহরের সুন্দরজাহান মোড় এলাকায় এতিমখানার সামনে একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় অধ্যাপক কাদির আহত হন। তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।


বাদ জোহর তার নিজ গ্রাম সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের জগৎ রায় গোপালপুর গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


অধ্যাপক আবদুল কাদিরের মৃত্যুতে গাইবান্ধার সামাজিক, মুক্তচর্চা ও প্রগতিশীল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


জানা গেছে, অধ্যাপক আবদুল কাদির জন্ম ১৯৫৫ সালের ৮ ডিসেম্বর। ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার দিনহাটা মহকুমায়। দিনহাটা শনিদেবী জৈন হাইস্কুলে সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হবার পর তৎকালীন পূর্ব পাকিস্তানের রংপুর জেলার গাইবান্ধা মহকুমার মডেল হাইস্কুলে ১৯৬৮ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। ১৯৭২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গাইবান্ধা কলেজে ভর্তি হন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে বি.এ অনার্সে ভর্তি হন। ১৯৮১ সালে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর গাইবান্ধা আদর্শ কলেজে দর্শন বিভাগে প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগদান করেন অধ্যাপক আবদুল কাদির।


১৯৮৮ সালে বিসিএস শিক্ষা ক্যাডারে চঁাদপুর সরকারি কলেজে যোগদান করেন তিনি। পরে বদলি হয়ে গাইবান্ধা সরকারি মহিলা কলেজ ও গাইবান্ধা সরকারি কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করার পর রংপুর কারমাইকেল কলেজে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। তার আগ্রহের বিষয় ছিল অধ্যয়ন, অধ্যাপনা, গবেষণা ও লেখালেখি করা। তিনি লোকায়ত, দর্শন ও প্রগতি, বিজ্ঞান চেতনা, সমাজ চেতনা ইত্যাদি গবেষণামূলক পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন।


এছাড়াও নারী জাগরণের জন্য তিনি প্রতিষ্ঠা করেন রোকেয়া পরিষদ। বিজ্ঞান ভিত্তিক শিক্ষার জন্য বিদ্যাবিথীকা নামে একটি শিক্ষালয় প্রতিষ্ঠা করেন তিনি। সেইসাথে প্রতিষ্ঠা করেন বিজ্ঞান একাডেমি।


অধ্যাপক আবদুল কাদিরের ‘শিক্ষাসূত্র ও শিক্ষাজীবন’ এবং ‘প্রকৃতিবাদ ও মানবজীবন’ নামে গবেষণাধর্মী দুইটি বই প্রকাশিত হয়েছে।


বিবার্তা/খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com