
পঞ্চগড়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
২৩ জুন, রবিবার বিকেলে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম।
পঞ্চগড় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন করেন। এই টুর্নামেন্টে জেলার ৯টি কলেজের ৯টি দল অংশগ্রহণ করেন।
এসময় পুলিশ সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিভিল সার্জন মোস্তফা জামান চৌধুরী, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব গৌতম কুমার সরকার,পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধানসহ ৯টি কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় জগদল ডিগ্রি কলেজ দল আমলাহার ডিগ্রি কলেজ দলকে ৩-০(তিন-শূন্য) গোলে পরাজিত করে।
বিবার্তা/গোফরান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]