হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫:৫৪
হিলিতে বিনামূল্যে কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হিলিতে প্রান্তিক কৃষকদের মাঝে চলতি আমন মৌসুমে বিনামূল্যে আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও সার বিতরণ করা হয়েছে।


২৩ জুন, রবিবার দুপুরে হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে ১ হাজার ৩০ জন কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়।


বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন রাজ, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, হাকিমপুর থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, হিলি পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছদরুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ আরও অনেকে।


উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, এবারে হাকিমপুর উপজেলার ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিওপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে এছাড়াও ৩০ জন কৃষককে ১ কেজি করে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিওপি ও ২০ কেজি এমওপি সার দেয়া হয়েছে।


বিবার্তা/রববানী/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com