কুড়িগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫:২০
কুড়িগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামে নানা আয়োজনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আনন্দ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাষি এমএ করিম।


এসময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা পরিষদ চেয়ারম্যান আ.ন.ম ওবাইদুর রহমান, সহ-সভাপতি এসএম ছানালাল বক্সী, সাঈদ হাসান লোবান, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু, শাহানাজ বেগম নাজু, আলহাজ রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব প্রমুখ।


বক্তারা বলেন, এই আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই এদেশ স্বাধীন হয়েছে। আমাদের মাতৃভাষা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আজকের এই দিনে আওয়ামী লীগের বিভিন্ন সময়ের রাজনৈতিক কর্মকাণ্ড ও জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়েও স্মৃতিচারণ করেন অনেকে।


বিবার্তা/বিপ্লব/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com