
রংপুর সদরের পালিচড়ায় মরিচ ক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৩ জুন, রবিবার সকালে উপজেলার কাটাবাড়ি জমিদারপাড়া বিল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রংপুর সদর কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ।
ওসি জানান, মরদেহটির মাথা থেকে মুখ পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। যাতে কোনোভাবে পরিচয় নিশ্চিত হওয়া না যায়। যার কারণে এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম বলেন, সকালে স্থানীয় এক মাওলানা মরিচ ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় মরদেহটি দেখতে পায়। পরে এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহের মুখমণ্ডল আগুন অথবা এসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যাতে করে খুব সহজে পরিচয় পাওয়া না যায়।
ওসি বজলুর রশিদ বলেন, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সিআইডি ও পিআইবি কাজ করছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]