ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন এক হাজার মানুষ
প্রকাশ : ২১ জুন ২০২৪, ১৯:১৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন এক হাজার মানুষ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।


২১ জুন, শুক্রবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার ঘাটিয়ারা মোল্লা বাড়ির মোরশেদ মোল্লা ভবনে এ ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।


ঘাটিয়ারা মোল্লাবাড়ি যুব সংগঠনের সহযোগিতায় মোরশিদ মোল্লা ফাউন্ডেশন, জাহাঙ্গীর ফাতেমা টাওয়ার, আল-রাজী ইসলামিয়া হাসপাতাল (প্রা.) লি. ও জাহাঙ্গীর ফাতেমা মেডিক্যাল সেন্টারের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।


এতে ১০জন বিশেষজ্ঞ চিকিৎসক বক্ষব্যাধি, মেডিসিন, নাক-কান- গলা, হৃদ্‌রোগ ও চর্মরোগসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসাসেবা নিতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক লোকজন ছুটে আসেন।


এ সময় উপকারভোগীরা জানান, বিনামূল্যে বৃহৎ আয়োজনে চিকিৎসা পেয়ে অনেক খুশি তারা। ক্যাম্পের মাধ্যমে তারা তাদের বিভিন্ন শারীরিক সমস্যা নিরূপণ ও পরবর্তী চিকিৎসা বিষয়ে ধারণা পেয়েছেন।


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সিনিয়র জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) মো.জাহাঙ্গীর আলম, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ফারহানা জুঁথী, বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হাকিম মোল্লা ও ঘাটিয়ারা মোল্লা বাড়ি যুব সংগঠনের সভাপতি জহিরুল হুদা আলমগীরসহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com