
নীলফামারীর কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুজনের মৃত্যু হয়েছে।
২০ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল।
এ ঘটনায় নিহতরা হলেন- মাগুড়ার দোলাপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে লামিয়া আক্তার (৬) এবং মুশা ঝারপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে রিয়াদ (১৬)।
নিহতদের স্বজনরা জানান, রিয়াদ তার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে বল দিয়ে পানিতে লুকোচুরি খেলছিল। এ সময়ে সে বল রেখে পানিতে ডুব দেয়। পরে তাকে কিছুক্ষণ খুঁজে না পেয়ে বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে তার মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে নিহত লামিয়া বাড়ির পাশে খেলছিল। এ সময়ে তাকে রেখে তার মা বাড়িতে গেলে সে পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]