সুন্দরগঞ্জে সাংবাদিক মশিউর রহমান মিঠু’র মৃত্যু
প্রকাশ : ২০ জুন ২০২৪, ২০:৩৩
সুন্দরগঞ্জে সাংবাদিক মশিউর রহমান মিঠু’র মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার সুন্দরগঞ্জে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মশিউর রহমান মিঠু (৫৩) অসুস্থ জনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


২০ জুন, বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মশিউর রহমান মিঠু উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের দুলাল গ্রামের মৃত আজিজুল হক সরকারের ছেলে।


আত্মীয়-স্বজন সূত্র জানান, সাংবাদিক মশিউর রহমান মিঠু কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি হার্ডঅ্যাডাক জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করান। এদিন বিকেল ৩টার দিকে তার অবস্থার অবনতি হলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।


সাংবাদিক মশিউর রহমান মিঠু’র মৃত্যুতে উপজেলা প্রশাসন, স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সহকর্মীরা মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বৃহস্পতিবার রাত ৯টায় গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মৃতদেহের দাফন সম্পন্ন করা হবে।


বিবার্তা/খালেক/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com