
চট্টগ্রামের চাক্তাই খালে পড়ে দুই শিশু নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে।
১১ জুন, মঙ্গলবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে দুই শিশু নিখোঁজের খবর পায় ফায়ার সার্ভিস।
এরপর ফায়ার সার্ভিসের লামারবাজার স্টেশনের একটি ইউনিট ও আগ্রাবাদ ফায়ার ইউনিটের ডুবুরি দল ওই দুই শিশুকে উদ্ধার করতে চেষ্টা করে যাচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করে জানানো হয়, চাক্তাইয়ের স্লুইসগেট এলাকায় নিখোঁজ হয় ওই দুই শিশু।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ শিশুকে উদ্ধার করা যায়নি। তাৎক্ষণিকভাবে নিখোঁজ দুই শিশুর পরিচয় পাওয়া যায়নি।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]