
রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।
১১ জুন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাওরানবাজার শুকটি পট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, আজ সকালের দিকে এলাকার লোকজন রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত তাকে মৃত বলে জানান।
তিনি আরো বলেন, অজ্ঞাতনামা ব্যাক্তির নাম পরিচয় যানা যায়নি। পরিচয় সনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিনকে খবর দেয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে হয়তো তার নাম পরিচয় জানা যেতে পারে। ময়নাতদন্তের জন্য মরদহ ঢাকা মেডিকেল জরির বিভাগ মর্গে রাখা হয়েছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]