সাভারে অটোরিকশা চালক ও শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশ : ১১ জুন ২০২৪, ১০:১৭
সাভারে অটোরিকশা চালক ও শিশুর মরদেহ উদ্ধার
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকার ধামরাইয়ে নিখোঁজের একদিন পর সাত বছরের শিশু জিসানের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত জিসান কালামপুর বাজার হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কালামপুর গ্রামের মঙ্গল আলী ভাড়াটিয়া বাবুকে আটক করেছে র‌্যাব।


নিহত জিসানের বাবা জানান, গতকাল (১০ জুন) মাদ্রাসা থেকে বাড়ি আসে জিসান। এরপর বাড়িতে জামা-কাপড় রেখে খেলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফিরে আসেনি জিসান। কালামপুর এলাকার আশেপাশে নিখোঁজের বিষয়টি মাইকিং করা হয়েছিল। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। রাতে কালামপুর বাজার কবরস্থান সংলগ্ন একটি পরিত্যক্ত ভিটায় জিসানের বিবস্ত্র লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।


ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে খুনিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।অপরদিকে রক্তাক্ত অবস্থায় এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।


সোমবার (১০ জুন) রাতে উপজেলার কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত আবুল কালাম বিশ্বাস (২৫) টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধুবুরিয়া এলাকার বাসিন্দা। স্ত্রীসহ সাভারের উত্তরপাড়া খালেক মার্কেটের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।


নিহতের স্ত্রী সীমা আক্তার বলেন, আমার স্বামী একটি ফোন পেয়ে রাত ৯টার দিকে গান শুনতে যায় , রাত ১২-১টার মধ্যে চলে আসবে বলে। এরপর থেকেই ফোন বন্ধ ছিল। সকালে আশপাশের লোকজন জানায়, ধামরাই উপজেলা বাড়ীগাঁও এলাকায় একটি পুকুর পাড়ে একটি মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পরে সেখানে গিয়ে মরদেহ দেখতে পাওয়া যায়।


ছিনতাই হাওয়া অটোরিকশার সন্ধান এখনো করতে পারেনি থানা পুলিশ। এ ব্যাপারে মামলার প্রস্ততি চলছে। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও ধামরাইর সুয়াপুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে কি ভাবে তার মৃত্যু হয়েছে তদন্ত করা হচ্ছে।


বিবার্তা/শরিফুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com