
বগুড়ায় মহাসড়কে কালভার্টের নিচে থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ জুন, রবিবার সকালে বগুড়ার দ্বিতীয় বাইপাস মহাসড়কে বগুড়া সদরের সাবগ্রাম কুশরা পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দা হাতেম আলী জানান, রবিবার লোকজন মাঠে কাজ করতে গেলে কুশরাপাড়া গ্রামের ওপর দিয়ে যাওয়া মহাসড়কে কালভার্টের নিচে পানির মধ্যে মরদেহটি দেখতে পান। নিহতের পড়নে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না। পরে সংবাদ দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠান।
ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শনিবার রাতের যেকোনো সময় ওই যুবককে হত্যা করে লাশ কালভার্টের নিচে ফেলে রাখে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে। নিহত যুবক অটোরিকশা চালক হতে পারে বলেও পুলিশ ধারণা করছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]