
নওগাঁ শহরের কাঠালতলি এলাকায় বাস চাপায় ইসাহাক আলী মিঠু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৯ জুন, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত মিঠু পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ইয়াদ কলোনির ইদ্রিস আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান- মিঠু নওগাঁর ট্রাক টার্মিনালে দালাল অফিসে কাজ করতো। বাড়ি থেকে নওগাঁ আসার পথে কাঠালতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মিঠুর মৃত্যু হয়। পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]