
‘তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি’ প্রতিপাদ্য বিষয়েকে তুলে ধরে পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৪ উপলক্ষ্যে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
১ জুন, শনিবার সকালে রূপসী বাংলা উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ তামাক বিরোধ জোট এর যৌথ উদ্যোগে ইন্দুরকানী সদর রোডে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, ইন্দুরকানী উপজেলা নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মো. ফদির আহমেদ, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, রিপোর্টর্স ক্লাব সভাপতি আবুল কামাল আজাদ, সাধারণ সম্পাদক কে.এম শামীম রেজা, কর্মসূচি সমন্বয়কারী মো. আলতাফ হোসেন প্রমুখ।
অবস্থান কর্মসূচি সঞ্চালনা ও মূল প্রবন্ধ পাঠ করেন রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু। বক্তরা আলোচনায় যুব সমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত করতে আসন্ন বাজেটে তামাকজাত পণ্যের কর ও মূল্যবৃদ্ধির দাবি জানান।
বিবার্তা/শামীম/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]