হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
প্রকাশ : ০১ জুন ২০২৪, ১৩:৪০
হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের ন্যায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। উপজেলার প্রায় ১০ হাজার ৮১২ জন শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান কর্তৃপক্ষ।


১ জুন, শনিবার সকাল সাড়ে ৯টায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।


এসময় সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিশ আকন্দ, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুন্নাহার আজাদী (রিয়া), মেডিকেল অফিসার ডা. সুলতান মাহমুদসহ অনেকে উপস্থিত ছিলেন।


হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ইলতুতমিশ আকন্দ জানান, হাকিমপুর উপজেলার ১টি পৌরসভা ও ৩টি ইউনিয়নে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের ৯৭টি কেন্দ্রে মোট ১০ হাজার ৮১২ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্য ৬ থেকে ১১ মাস বয়সী ১ হাজার ৮৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ৯ হাজার ৭শ ২৫ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।


বিবার্তা/গোলাম/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com