অটোরিকশা উল্টে মসজিদের ইমামের মৃত্যু
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৮:০২
অটোরিকশা উল্টে মসজিদের ইমামের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অটোরিকশা উল্টে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।


৩০ মে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ইমাম মজিদুল ইসলাম (৪০) ওই উপজেলার সারপুকুর ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি জামুরটারী চৌহারা জামে মসজিদের ইমাম।


আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, ইমাম মজিদুল ইসলাম তার স্ত্রী ও সন্তানসহ সপরিবারে একটি অটোরিকশায় করে রংপুর যাচ্ছিলেন। পথিমধ্যে পলাশী মদনপুর এলাকায় অটোরিকশাটি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ওই দুর্ঘটনায় মজিদুল এবং তার স্ত্রী শারমিনসহ মোট তিনজন আহত হন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করেন এবং আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মজিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।


মজিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি সদস্য মো. আব্দুল আজিজ বলেন, ‘উনার বাড়ি ৮ নম্বর ওয়ার্ডে। কিন্তু উনি আমার এলাকার মসজিদের ইমাম। তার মৃত্যুর বিষয়টি দুঃখজনক।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com