ঠাকুরগাঁওয়ে ঘরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দুর্ধর্ষ চুরি
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৭:০৬
ঠাকুরগাঁওয়ে ঘরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে দুর্ধর্ষ চুরি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জে জবায়দুর রহমান নামে এক ভূট্টা ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।


৩০ মে, বৃহস্পতিবার ভোর রাতে চুরির এ ঘটনা ঘটে।


পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার পর বাড়ির জানালা দিয়ে হয়তো কেউ চেতনানাশক স্প্রে ছিটিয়ে দেয়। সন্ধ্যার পর থেকেই জবায়দুরের মা, স্ত্রী, মেয়ে ও বাচ্চা ঘুমে টলতে থাকে। এসময় জবায়দুরের স্ত্রী জবায়দুরকে ফোন করে জানা, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। আমার ঘুম ঘুম লাগছে।


জবায়দুর রাত দশটার দিকে বাড়ি আসলে দেখে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। রাত তিনটা পর্যন্ত জবায়দুর জেগে থেকে একসময় তিনিও ঘুমিয়ে পড়েন। সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে দেখে আলমারীর ড্রয়ার, শোকেসের ড্রয়ার, ড্রেসিং টেবিলের ড্রয়ার ভাঙ্গা। ড্রয়ারগুলো ভেঙ্গে চোর প্রায় ৮ ভরি স্বর্ণালংকার ও প্রায় ৩ লাখ নগদ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল।


এ ব্যাপারে ভুল্লী থানার এসআই হারুন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আসামিদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি।


বিবার্তা/বিধান/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com